রাজশাহীর বাঘায় চৈতালি (গম,মসুর,খেসারি) মাড়াই করা ঠেসারের (ইঞ্জিন চালিত স্যালো) ধাক্কায় কালু মন্ডল (৬৫) এক বৃদ্ধ পথচারি নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রুস্তুমপুর-আড়ানি সড়কের ইমানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল উপজেলার আড়ানি ইউনিয়নের উত্তর সোনাদহ গ্রামের মৃত সোহরাব মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ছলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধ কালু মÐল নিজ
বাড়ি থেকে পায়ে হেঁটে রুস্তমপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় চৈতালি মাড়াই শেষে ঠেসার চালিয়ে বাড়ি ফিরলেন চালক শামীম আহমেদ। পথে ঠেসারের ধাক্কায় চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পেশায় কৃষক ছিলেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী জানান, খবর পেয়ে একজন অফিসারকে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০