রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী অপহরণের মামলার তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মশিদপুর গ্রামের হযরত আলীর ছেলে সুজন আলী (৩০), হারু প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ফরিদ আলীর ছেলে হৃদয় আহম্মেদ (২২)। আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী নিজ গ্রামের নানার বাড়ি থেকে নিজের
বাড়িতে ফিরছিল। এ সময় তার গ্রামের মশিদপুর রাস্তার পুকুুর পাড়ে পৌঁছলে, একই গ্রামের ( মশিদপুর খাঁপাড়া) হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২৫) তার ৫/৬ জন বন্ধুর সহযোগিতায় পথরোধ করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরে ছাত্রীর ভাই রাকিবুল ইসলাম বাদি হয়ে অপহরনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে (২১ জুন) মামলা করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অন্যদের আসামীকে আটকের চেষ্টা চলছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০