বাঘা প্রতিনিধি : বাঘায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাবা। পুলিশ এ মামলায় উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আটক প্রধান শিক্ষক উপজেলার চন্ডিপুর গ্রামের রাহাত আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আগেরদিন বুধবার রাতে তার
বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা ঝন্টু আলী। অভিযোগ সুত্রে জানা গেছে, পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রায় সময় আপত্তিকর কথা বার্তা বলতেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গত ১৬ ফেব্রæয়ারী তার বিদ্যালয়ের আয়া জরিনা বেগমের মাধ্যমে ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। তার প্রস্তাবে ছাত্রী রাজি না হওয়ায় স্কুল থেকে বহিস্কার করার হুমকি দেন প্রধান শিক্ষক। নিরুপায় হয়ে বিষয়টি
পরিবারকে অবগত করে ওই ছাত্রী। ১৭ ফেব্রæয়ারী মৌখিকভাবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানকে অবগত করেন ছাত্রীর বাবা। তাদের পরামর্শে বাঘা থানায় লিখিত অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন , উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, এই বিষয়ে অনুলিপি কপি তার দপ্তরে পেয়েছেন। সঠিক তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০