বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওসমান আলী ওরফে ঠান্ডু (৫০) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আড়ানী শাহাপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। শুক্রবার (২৫-৫-১৮) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হেয়ছে। আগেরদিন বৃহস্পতিবার (২৪-৫-১৮) রাতে উপজেলার আড়ানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার সহকারি উপ-
পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তিনি(এএসআই) জানান, গত ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে দায়েরকৃত মামলায় ২বছরের সশ্রম কারাদন্ডসহ ৩২হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত । এরপর থেকে সে আত্নগোপনে ছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০