বাঘা প্রতিনিধি ঃ শিক্ষার মান উন্নয়নে উপজেলার ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় ও জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২১-১-১৮) আমেরিকান ইফার্ড (অ্ঊ) বাংলাদেশের আর্থিক সহায়তায় সেচ্ছা সেবী সংস্থা ভাব বাংলাদেশ (ভলানটিয়ার্স এ্যাসোসিয়েশান ফর বাংলাদেশ) পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ১০টি খাতা,২০টি কলম,৪টি পেন্সিল,২টি রাবার, ২টি কাটার, ১টি জ্যামিতি বক্স, ১টি স্কেল, ১টি বই ও ১টি ব্যাগ বিতরণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম.এ আলিম খান।
ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল কাদের। জোতরাঘব উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০