বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন উপজেলার এমএইচ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বলে জানা গেছে। তার বাড়ি চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে। গত সোমবার (৩০ এপ্রিল) বিদ্যালয় ছুটির পর তার বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, স্কুল ছুটির মধ্যে এলাকায় শিক্ষক-ছাত্রী নিয়ে গুঞ্জন শোনার পর, ওই শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করে তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেছেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেন এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাইরে থাকায় এলাকার লোকজন নিয়ে বসেছেন। স্কুলের ছুটি শেষ হলে সভাপতিসহ পরিচালনা কমিটিকে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। দোষী প্রমানিত হলে তাকে বহিস্কার করা হবে বলে জানান প্রধান শিক্ষক।
এঘটনার পর ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন এলাকাবাসি। স্থানীয় দোয়েল জানান, ওই শিক্ষকের শাস্তিমূলক ব্যবস্থা না হলে কোন শিক্ষার্থী বিদ্যালয়ে পাঠাবেন না তারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শিক্ষক জাকির হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে বলেন,আমি ষড়যন্ত্রের শিকার। মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ছাত্রীর মা বিউটি জানান, এ বিষয়ে কোন অভিযোগ নেই বলে ফোন কেটে দেন তিনি।
উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা জানান, স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগতভাবে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০