বাঘা প্রতিনিধি ঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮২ তম জন্ম বার্ষিকীতে পালন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) দিনব্যাপি রাজশাহীর বাঘা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা পৃথকভাবে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।
আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন উপজেলার বিএনপির আহবায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, যুগ্ন আহবায়ক আশরাফুদৌলা, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক সালেহ আহম্মদ সালাম, যুগ্ম আহবায় জাহঙ্গীর আলম, আব্দুল লতিফ, আলীমূল গাজী, জাহিদুল ইসলাম জুয়েল, সাবাজ আলী, আড়ানী পৌর যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক লিটন আলী প্রমুখ। এছাড়া উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা পৃথকভাবে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০