বাঘা (রাজশাহী) প্রতিনিধি : পেঁয়াজ আবাদের জন্য জমি তৈরির সকল কাজ শেষ। বাঁকি ছিল বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপনের কাজ। কিন্ত কৃষকের সে স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে র্দুবৃত্তরা। আগাছা নাশক বিষ দিয়ে সোয়া ৩বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট করে কৃষকের সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে র্দুবৃত্তরা। এতে প্রায় সাড়ে ৩লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (২৩-১২-১৮) রাতের যে কোন সময়ে আগাছানাশক বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করছেন কৃষকরা। রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা-পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার কৃষি বিভাগের কর্মকর্তা সরেজমিন তদন্ত করে আগাছানাশক প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
পীরগাছা গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, তার মতো দৃই গ্রামের ১০জন কৃষক পেঁয়াজ আবাদের জন্য নিজেরাই বীজতলা তৈরি করেন। চারা রোপনের জন্য জমিও প্রস্তুত করেছিলেন। কিন্তু রাতের আঁধারে বিষাক্ত কীটনাশক দিয়ে র্দুবৃত্তরা সেই বীজতলা নষ্ট করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে
নওটিকা গ্রামের আরেক কৃষক মিশন জানান, চারা তৈরি করতে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা। বাজাওে বিক্রি করলেও বিঘা প্রতি বীজতলার চারা বিক্রি হতো প্রায় ১লক্ষ টাকা।
উপ সহকারি কৃষি অফিসার নেওয়াজ শরীফ জানান,সরেজমিনে ক্ষতির বিষয়টি দেখেছেন। যা আগাছা নাশক বিষ প্রয়োগে নষ্ট করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০