বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিএনপির অঙ্গসংগঠন পৌর যুবদলে যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলামসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো-বাঘা পৌর যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক,মিলিক বাঘা গ্রামের রবিউল ইসলাম ও খায়েরহাট গ্রামের সায়েত প্রামানিকের ছেলে রুব্বাস আলী, তার ছেলে জাহাঙ্গীর আলম ও এমরান প্রামানিকের ছেলে আব্দুল খালেক বুদু। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার অভিযোগে ১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় যুবদলের রবিউলকে গ্রেফতার করা হয়েছে। এসআই মানিক বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারি অফিসার মানিক জানান, ৭দিনের রিমান্ড আবেদন করে রবিউলকে আদালতে সোপর্দ করা হয়। রাজনৈতিক কোন কর্মসূচি ছাড়াই ককটেল উদ্ধার দেখিয়ে হয়রানিমূলক সাজানো অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে দাবি করেছেন, রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, অপর ৩জনকে ৫লিটার চোলাই মদসহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০