বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মোবাইল কোটের মাধ্যমে ২৪টি যানবাহনে ১০ হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই জরিমান করেন।
জানা যায়, চলমান শিক্ষার্থীর আন্দোলনে দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে বাঘা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোট পরিচালনা করেন। এই সময় মোটরসাইলে, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ১০ হাজার ৩০০ টাকা নগদ আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০