বাঘা প্রতিনিধি :রাজশাহীর বাঘায় মশা তাড়ানোর কয়েলের আগুনে ঘর পুড়ে মরেছে ৩টি গরু ও ৫টি ছাগল। বুধবার (২১-০৩-১৮) রাতে উপজেলার দাদপুর চরাঞ্চলের বাবুল ব্যাপারির গোয়ালবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ওই গরু ও ছাগল মারা যায়। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জানা গেছে।
বাড়ির মালিক বাবুল ব্যাপারি জানান, মশার উপদ্রবে টিনসেট বুনের বেড়া দেওয়া গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে রাখেন। সেখানে ৩টি গরু ও ৫টি ছাগল রাখা ছিল। রাত আনুমানিক পৌণে ১২টার দিকে কয়েলের সেই আগুন বুনের বেড়ায় ধরে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বাইরে থেকে আগুন নিভানোর চেষ্টা করে। এ সময় ঘরের ভেতরে প্রবেশ করার কোন সুযোগ না পাওয়ায় গোয়াল ঘরটি পুড়ে গরু ও ছাগলগুলো মারা যায়। সবমিলে তার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে পরের দিন বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৬ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউ টিন ও ত্রিশ কেজি চা’লসহ শুকনো খাবার প্রদান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী জানান, উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজাসহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০