নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘা থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, চারঘাট থানার বড়বাড়িয়া এলাকার লালচানের ছেলে আকাইল্যা (৩৫) ও ভারতের মুর্শিদাবাদের জলঙ্গী গ্রামের নজিদুল্লাহর ছেলে আরিফুল ইসলাম @ নাজমুল (২৩)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকও ও অপর এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০