বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এই অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও জাল জব্দ করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার খাঁয়েরহাট এলাকার পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার খাঁয়েরহাট গ্রামের মতি মন্ডলের ছেলে আলমগীর হোসেন ও তার ৭ পার্টনার পদ্মা নদীতের অবৈধভাবে মাছ চাষ করেন। তারা চাষকৃত মাছ ধরার জন্য পদ্মা নদীতে বিষ প্রয়োগ করে। ফলে ২ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে স্থানীয়রা প্রশাসনেক বিষয়টি অবহিত করলে, তাৎক্ষনিক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলমগীর হোসেনের ৫ হাজার টাকা জরিমানা ও জাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্টেট নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাছ চাষ ও নিষিদ্ধ জাল বিছানোর অপরাধে মাছ চাষির জরিমানা করে জাল জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন জানান, পদ্মা নদীতে অবৈধভাবে মাছ চাষ এবং নিষিদ্ধ জাল ব্যবহারের অপরাধে একজনের জরিমানা করে জাল জব্দ করা হয়েছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান বলেন, বিষ প্রয়োগে নিধন করা মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অনিরাপদ ও খুব ঝুঁকিপুর্ন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০