রাজশাহীর বাঘায় আম বাগান থেকে শামিমা আক্তার সিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার আরিফপুর বিলের এক আম বাগান থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, শামিমা আক্তার সিমা বেগম বাঘা উপজেলা সদরে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি মাঝে মধ্যে পিতা আতব আলী সরকারের বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের বাড়িতে যেতেন। শামিমা আক্তার সিমা কি হয়েছিল,
বিষয়টি প্রাথমিকভাবে পুলিশসহ স্থানীয় কেউ কিছু নিশ্চিত করতে পারেনি। তবে তাকে হত্যা করে বিলের মধ্যে আরেন আলীর আম বাগানে লাশ ফেলে রাখা হয়েছে এবং তার গলায় আঘাতের চিহৃ ও মুখে বিষ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০