বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পৃথকভাবে বাঘা থানার পুলিশ ও র্যাব-৫ এর একটি অপারেশন দল ৭১ বোতল ফেন্সিডিল ও ৪৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বাঘা থানার পুলিশ পানিকামড়া এলাকা থেকে শনিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে আমিরুল ইসলাম অপুকে ৭১ বোতল ফেন্সিডিল আটক করে। আমিরুল ইসলাম অপু (৩২) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
এদিকে গোপন সংবাদের ভিক্তিতে রাজশাহীর র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বাঘা উপজেলার মীরগঞ্জের ভানুকর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেন (১৬) নামের এক কিশোরকে ৪৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ সময় তার কাছে থাকা ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। সোহাগ হোসেন চারঘাট উপজেলার রাওথা গেন্দারপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের নামে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০