বাঘা প্রতিনিধি : বাঘায় গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন লিটন আলী (৩০) নামের একব্যক্তি। তার স্ত্রীর নাম স্ত্রী ফালগুনি (২২)। উপজেলা হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে বাড়িতে গিয়ে বিষপাণে আত্মহত্যার চেষ্টা করে স্বামী লিটন আলী। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিটন আলী (৩০) উপজেলার হিজলপল্লী গ্রামের নজরুল ইসলামের ছেলে। গৃহবধু ফালগুনির বাবার বাড়ি ফরিদপুর জেলার নগর কান্দা থানার দফা গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে স্বামীর বাড়িতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ ফালগুনি। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে বিষপান করে ফালগুনির স্বামী লিটন আত্মহত্যার চেষ্টা করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তেরি করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০