বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পৃথক দুটি অভিযান চালিয়ে (এন,এস,কে) ইট ভাটায় ২০ হাজার টাকা জরিমানা ও বাউসা হাট ফেরিভূক্ত তোহা বাজার জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৯-০১-১৮) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এসব দোকানঘর উচ্ছেদ ও ইট ভাটায় জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন।
জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামে পরিবেশ সনদ ছাড়ায় (এন,এস,কে) ইট ভাটার ব্যবসা করে আসছিলেন নইমুদ্দিন সরকার ওরুপে সেন্টু। এ খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনা স্থলে উপস্থিত হয়ে ওই মালিকের নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এর আগে ৫ নং বাউসা ইউনিয়নের বাউসা হাটে মোট ৫১টি দোকানঘর রয়েছে।তার মধ্যে অবৈধ ৫টি দোকান সম্পূর্ণ ও ১১টি দোকান আংশিক ভাঙ্গা হয়েছে।বাঁকী অংশ দোকানদার অনুরোধে দুইদিনের মধ্যে ভেঙ্গে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে স্থাপনাগুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রয় করা হবে।
আসলাম হোসেন হার্ডওয়ার্স ব্যবসায়ী জানান দীর্ঘদিন এই জায়গায় ব্যবসা করছি তেমন কোন জামেলা হয়নি।কিছুদিন আগে ভূমি অফিস থেকে একটি নোটিশ দিয়ে ছিল।তেমন কিছু হবে না বলে বসে ছিলাম। এখন দেখছি ভাঙ্গতে হবে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক সেকেন্দার আলী,মুকুল,দুলু , জিয়া , চাদ , জমশেদ,আলমগীর , আজবাহার ও মজিবর সহ সকলে বৈধভাবে ব্যবসা করার জন্য দোকান বরাদ্দের দাবি জানান।
উপজেলা সহকারী (ভূমি) কমিশনার নির্বাহী ম্যাজিষ্টেট জোবায়ের হোসেন নিজে উপস্থিত থেকে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০