বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটসহ কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২-৫-১৮) উপজেলার জোত কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, নালিশি জমির আমগাছের আমপাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।ঘটনার শিকার আকরাম হোসেন দাবি করেছেন, জমি জমা নিয়ে পূর্ব জের ধরে প্রতিপক্ষ আসাদুজ্জামানের নের্তৃত্বে তার লোকজন তার গাছের আম নামানো শুরু করে। এসময় তাদের নিষেধ করলে তার ফিরে যায়। পরে মেহেদী হাসান বাবু, রুবেল,আস্তুল,আবু বক্কর, অন্তর,ফরিদ, সুরুজ, শিমুল, হাসান,কালু,নাসির.আনিস ও রানাসহ প্রায় ৩০ জনের একটি দল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করে। তার দাবি- ২টি গরু,২টি ছাগল,১টি ফ্রিজ,১টি টিভি ও বাড়ির আসবাবপত্র সহ নগদ আশি হাজার টাকা নিয়ে যায়। এ সময় আহত হয়-আকরাম হোসেন, আব্দুল্লাহ,বাবুল হোসেন, জুয়েল হোসেন, খাদিজা বেগম, প্রত্যয় ও সৈকত। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিপক্ষ আসাদুজ্জামানের দাবি নালিশি জমির বাইরে দুইটি আমগাছের আম নামিয়ে নিচ্ছিল আকরাম ও তার লোকজন। এসময় তার ছোট ভাই আবু বক্কার বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে আকরাম ও তার পক্ষের খশু মন্ডল,লালন ও সাগরসহ প্রায় ৭ জন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা থানার উপ পরিদর্শক সাহিদা বেগম জানান,খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০