বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের নোমান রহমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। শিশু নোমান রহমান উপজেলার ছাতারি গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে নোমান বাড়ির পাশে পুকুর ধারে খেলছিল। এ সময় সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ডুবে যাওয়া শিশুকে বেলা ১২টার দিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন শারমিন মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম বলেন, তিন ভাই বোনের মধ্যে নোমান ছোট। শিশুর এমন করুন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বাঘায় পদ্মার পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে আলামিন হোসেন নামের ৮ বছরের নিখোঁজ শিশুর ৪ দিনেও সন্ধান করতে পারেনি পরিবার। রোববার (৩০ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার আলাইপুর নাপিতপাড়া পদ্মা নদীর ঘাটে সহপাঠিদের সাথে খেলা শেষে নদীর পানিতে হাতমুখ ধুতে গিয়ে পা ফসকে পড়ে নিখোঁজ হয়। সে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত লালন উদ্দিনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেন পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০