বাঘা প্রতিনিধি, বাঘা পৌর নির্বাচনের ৩দিন পর ব্যালট বাক্স জমা দিতে এসে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের রোষানলে পড়েন বাঘা পৌরসভার দশ নম্বর কেন্দ্রের প্রিজাইডং অফিসার রেজাউল করিম। উপজেলা নির্বাহি অফিসার ও অফিসার ইনচার্জ (ওসি) সংগীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। গত ২৮ ডিসেম্বর বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার (৩১-১২-১৭) সকালে অফিস সময়ে ব্যালট বাক্সটি জমা দেওয়ার বিষয়টি জানার পর বেলা ১২ টার সময় উপজেলা ও নির্বাচন অফিস ঘেরাও করে নৌকা নৌকা বলে শ্লোগান দিতে থাকে আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীরা। পরে যোগ দেন আওয়ামীলীগ দলীয় পরাজিত মেয়র প্রার্থী আক্কাছ আলী। এসময় ভোটের ৩দিন পর ব্যালট বাক্স জমা দেওয়ার প্রকৃত রহস্য উদঘটনসহ পুনরায় ভোট গননার দাবি জানিয়ে উপজেলা সদরে বঙ্গবন্ধু সৈনিকলীগ অফিসের সামনে বক্তব্য দেন তিনি। উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রকল্প অফিসের সেন্টু নামের এক কর্মচারিকে লাঞ্চিত করে বিক্ষুব্দকারিরা। এসময় দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
পৌরসভার মুর্শিদপুর মনমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম জানান,তার কেন্দ্রে বুথের সংখ্যা ছিল ৭টি। অতিরিক্ত ১টি ব্যালট বাক্সসহ মোট ৮টি ব্যালট বাক্স গ্রহন করেন তিনি।ভোট গ্রহনের সময় কেন্দ্রের ৭টি বুথে ৭টি ব্যালট বাক্স প্রদান করেন। অতিরিক্ত ব্যালট বাক্সটি ফাঁকা থাকে। ভোট গননা শেষে ভুলবশতঃ সেই ফাঁকা কেন্দ্রে রেখে আসেন তিনি। নির্বাচনী ফলাফল প্রকাশের কন্ট্রোল রুমে ৭টি ব্যালট বাক্স জমা দেন। অতিরিক্ত ফাঁকা ব্যালট বাক্সটি কেন্দ্রে আসার বিষয়ে তাৎক্ষনিক রিটার্নিং অফিসারকে জানালে,পরে অফিস চলাকালিন সময়ে জমা দেওয়ার কথা বলেন রিটার্নিং অফিসার। তার নির্দেশ মতে রোববার অফিস চলাকালিন সময়ে ফাঁকা ব্যালট বাক্সটি জমা দেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান হোসেন জানান, সকাল সাড়ে ৮টার সময় ফাঁকা ব্যালট বাক্সটি তার বিদ্যালয় থেকে নিয়ে যান প্রিজাইডিং অফিসার।
এর সত্যতা স্বিকার করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (বাঘা পৌরসভা) আতিয়ার রহমান বলেন,ফলাফল প্রকাশের পর বাইরের হট্রগোলের কারণে রাতে ব্যালট বাক্সটি সংগ্রহ করা সম্ভব হয়নি। রোববার ব্যালট বাক্সটি জমা নেওয়া হয়। তবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,এতে কোন সন্দেহ নেই।
উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, ভুল বোঝাবুঝির কারণে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ব্যালট বাক্সটি ফাঁকা ছিল বলে জানান তিনি। অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা বলেন,পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০