বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স। সোমবার(১৫-০১-১৮) সকালে এ কোর্সের উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট এর উপ-সচিব শ্রী প্রবির কুমার চক্রবর্তী ।
সকাল ১১ টায় বাঘা উপজেলা ওডিটরিয়মে সহকারি কমিশনার ভুমির যোবায়ের হোসেনের সঞ্চালনা ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে প্রশিক্ষন সভায় ক্লাস শুরু করেন বর্তমান সরকার ইনস্টিটিউট এর মাননীয় উপ-সচিব প্রবীর কুমার চক্রবর্তী। তিনি জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষন সবার জন্য প্রয়োজন। এখন যত দিন যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে আইনের। তিনি আগামি তিনদিনে ১৫ টি ক্লাসের মাধ্যেমে এ কোর্স সমাপ্তি করবেন বলে জানান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা তাঁর স্বাগত বক্তব্যে বলেন, সরকারের অসংখ্য উন্নয়ন নির্ভর করে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একেক জন জনপ্রতিনিধিদের মাধ্যমে। তিনি বলেন, এখন অনেক কিছুর পরিবর্তন এসছে। সে জায়গা থেকে ২০০৯ আইন প্রনয়ন হয়েছে। এখানে চেয়ারম্যান ,সচিব এবং গ্রাম পুলিশদের মধ্যে কার-কি দায়িত্ব এবং কি ভাবে ইউনিয়নের আয় বৃদ্ধি হবে ও বাজেট প্রনয়ন-সহ গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়ন করা যাবে তা নিয়ে আলোকপাত করা হবে ।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী ও উপজেলা প্রকৌশলী একে.এম মাসুদুর রহমান। উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশ নিয়েছেন উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে ৬৩ জন ইউপি সদস্য ২১ জন নারী সদস্য এবং ৭ জন চেয়ারম্যান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০