বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪২) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আড়ানী রেল ব্রিজের নিচে পশ্চিম পাশে এই ঘটনাটি ঘটেছে। লাশটি এলাকার শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় করতে দেখা গেছে। কিন্তু লাশটি দুই ঘন্টা যাবত কেউ সনাক্ত করতে পারেনি। তবে সে খালি গায়ে, মুখে কাল দাঁড়ি, পরনে কটা রঙ্গের চেক লুঙ্গি পরে ছিল। তার গায়ের রঙ শ্যামলা।
ব্রিজের পশ্চিম পাশে গেটম্যান লায়েব উদ্দিন জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় সে ব্রিজের নিচে পড়ে নিহত হয়েছে। তাকে রেল লাইনের উপর দিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। আমার কথা না শুনে রেল ব্রিজের উপর দিয়ে হেটে পার হতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। পরে শত শত মানুষ দেখে তাকে কেউ চিনতে পারছেনা। লাশটি বিজ্রের নিচে পড়ে আছে। বিষয়টি রেললাইনের দায়িত্বপ্রাপ্ত কী ম্যানকে জানানো হয়েছে।
ব্রিজের পশ্চিম পাশে আলম হোসেন নামের এক দোকানদার বলেন, আমি ৩২ বছর যাবত এখানে দোকানদারী করি। অনেকেই ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। এরমধ্যে এই ব্যক্তিকে নিষেধ করা সত্বেও ব্রিজের উপর দিয়ে পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।
রেললাইনের দায়িত্বপ্রাপ্ত কী ম্যান কিরণ কুমার সরকার বলেন, ঘটনাটি জানার পর জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০