বাঘা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন বৃহস্পতিবার(২৫-০১-১৮) পেশাগত দায়িত্ব পালন করতে বাঘা-লালপুর মহাসড়কের জিরো পয়েন্ট হয়ে আসছিলেন । এই সময় অপর দিক থেকে আসা একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঠিঁটকে রাস্তায় পড়ে হাটু ও মাজায় আঘাপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
তার সুস্বাস্থ্য কামনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি শিক্ষক আমানুল হক আমান, বাঘা প্রেস ক্লাব সভাপতি লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সদস্য সেলিম আহম্মেদ ভান্ডারী, আসলাম উদ্দীন, আশরাফুল ইসলাম, গোলাম তোফাজ্জল কবীর মিলন, ফজলুর রহমান মুক্তা, শাহিনুর আলম বাবু হানিফ মিঞা, আক্তার রহমান, জহুরুল ইসলাম, রিপন, সালাম, প্রিন্স, দোয়েল, আবুল কালাম মিঠু, প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০