বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তদন্তে ৫সদস্যর তদন্ত টিম গঠন করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যোবায়ের হোসেনকে প্রধান করে এ তদন্ত টিম গঠন করা হয়। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে ৭দিনের মধ্যে উপজেলা নির্বাহি অফিসারের নিকট তদন্ত রিপোর্ট জমা দিবেন। বৃহস্পতিবার (১০-৫-১৮) উপজেলার মাসিক সভায় তদন্ত কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা।
জানা যায়, উপজেলার এম এইচ বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক জাকির হোসেন ধরাছোয়ার বাইরে থেকে কোচিংয়ে পড়ানোর নাম করে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকান্ড করছিল। দুই সন্তানের জনক হয়েও ছাত্রীদের কাছে পরিচয় দিতেন অবিবাহিত বলে। গত ৩০ এপ্রিল বিদ্যালয় ছুটির পর নিজ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান শিক্ষক জাকির হোসেন ।
এ অভিযোগে ওই শিক্ষকের শাস্তি ও বহিস্কারের দাবিতে ছাত্রী-অভিভাবকরা একজোট হয়ে আন্দোলন শুরু করে। গত মে (শনিবার) বিদ্যালয়ের পাশের রাস্তায় মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওই দাবি করেন তারা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রুস্তম মোল্লা, মাসুম, মাহাবুব, আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম ও এলাকার ব্যাক্তিবর্গরা
বলেন,শুধু ওই ছাত্রীকেই নয়, বিদ্যালয়ের অনেক ছাত্রীকে বশ করার চেষ্টা করেছিলেন বিদ্যালয়ের ওই শিক্ষক। তার মূল টার্গেটে ছিল কোচিং করতে যাওয়া ছাত্রীরা। লোভ দেখাতেন বেশি নম্বরের। যেসব ছাত্রী তার ফাঁদে পা দিতো, তাদের কাছে নিজের স্ত্রী ও ২ সন্তানের কথা গোপন করে ভাব জমাতো। পডানোর নাম করে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতো। এমন কলাকৌশলের আশ্রয় নিয়ে তাদের বশে নিয়ে সুযোগমতো ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন। নিজ বিদ্যালয়ের ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে
ওই শিক্ষকের লাম্পট্যের কথা প্রকাশ পায়। এর পর ছাত্রী অভিভাবকের সাথে শুরু হয় শিক্ষকের গোপন সমাঝোতা।
এদিকে ৭ মে (সোমবার) শিক্ষক জাকির হোসেনকে অস্থায়ীভাবে বরখাস্ত করে নিজ বাড়ির ঠিকানায় ডাকযোগে স্থায়ী বরখাস্তের পত্র পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। বিষয়টি অবগতির জন্য উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি কপি প্রেরণ করেন প্রধান শিক্ষক। শিক্ষক জাকির হোসেনের বাড়ি চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে।
শিক্ষক জাকির হোসেন বিষয়টি সত্য নয় বলে দাবি করলেও ওই ছাত্রীর মা বিউটি বেগম বলেন,ওইদিন (৩০ এপ্রিল) স্কুল ছুটির পর যখন তার মেয়ে বাড়ির রাস্তা দিয়ে আসছিল,তখন মোটর সাইকেল নিয়ে ওই শিক্ষক একই রাস্তায় যাচ্ছিলেন। গত ৭ মে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলার সময় ছাত্রীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে বাড়িতে নেই বলে জানান তিনি। এ সময় ওই শিক্ষকের কাছে মেয়ের কোচিং করার বিষয়টি স্বিকার করেন তার মা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০