বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চাচাতো দুই ভাইয়ের সংঘর্ষে নিহত হয়েছে মিষ্টার নামের অপর এক চাচাতো ভাই। শুক্রবার (১০-৮-১৮) সাড়ে ৭টায় বাঘা হাসপাতাল থেকে রাজশাহীতে নেওয়ার পথে মারা যায় মিষ্টার। গুরুতর আহত হয়েছে অপর চাচাতো ভাই শামীম। শুক্রবার (১০-৮-১৮) রাত পৌণে ৭টায় উপজেলার গোরাঙ্গপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের অপর চাচাতো ভাই টিপু জানান, জমি জমার বিষয় নিয়ে মিষ্টারের মা.বোনের সাথে শামীমের বড় ভাই নজুর সাথে ঝগড়া বাঁধে।
এ সময় মিষ্টার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে শামীমকে কুপিয়ে জখম করে। পাল্টা আক্রমন করে মিষ্টারকেও কুপিয়ে জখম করে শামীম ও তার ভাইয়েরা। আহত দু’জনকেই প্রথমে বাঘা হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফর্ড করেন। পথি মধ্যে মারা যায মিষ্টার। বিষয়টি নিশ্চিত করেছেন টিপু।
জরুরি বিভাগের চিকিৎসক ডা.কামরুন নাহার কান্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শামীরের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি কেটে পড়ে গেছে এবং ডান হাতের উপরে ও পেটে গুরুতর জখম হয়েছে। মিষ্টারের ডান পা সহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। ওসি তদন্ত হীরেন্দ্রনাথ জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে একজনের মৃত্যুর সংবাদ জানতে পেয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০