বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার বাড়ির পাশের একটি গাছে উঠে শুকনো খড়ি (লাকড়ি) কাটার সময় পড়ে গিয়ে তিনি নিহত হন। তিনি উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের এছাহক প্রামানিকের ছেলে। নিহত জিয়াউর রহমানেরও ২মাসের একমাত্র কণ্যা সন্তান রয়েছে। নিহতের নিকট আত্মীয় রানা ইসলাম জানান, বুধবার বেলা পৌণে
১টায় আশঙ্কজনক অবস্থায় জিয়াউর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০