রাজশাহীর বাঘায় সেতু খাতুন নামের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৪ জুলাই দিবাগত রাতে উপজেলার বলোরামপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
সেতু খাতুনের খালা জলি বেগম(২৮) বলেন, সেতুর মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কিছুই জানিনা। তবে তার নানা নুর ইসলাম (৫৫) ঘটনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন। সে পাশ্ববর্তী কেশবপুর স্কুলে অষ্টম শ্রেনীতে পড়া লেখা করতো বলেও উল্লেখ করেন তারা। স্থানীয় লোকজন জানান, খুব ছোটবেলায় সেতুর মাকে ছেড়ে তার বাবা মোফাজ্জল হোসেন অন্যত্র বিয়ে করেন । সে বাবার এক মাত্র কন্যা ছিলো।
এরপর থেকে সেতু তার মাকে সাথে করে নানার বাড়িতে বড় হয়েছে। গত তিন বছর আগে তার মা’ নুরজাহার বেগম পাবনা এলাকার এক ব্যক্তিকে বিয়ে করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। নানা কারনে সে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান,এ ঘটনায় রাতে একটি ইউডি মামলা নিয়ে রবিবার সকালে লাশ পোস্ট মর্টামের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০