বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে রিয়া খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার বিকেল ৩টার দিকে নিজ শয়ন ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জানা যায়, উপজেলার কালিদাসখালী গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে ও কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী। নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পর তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর মূল রহস্য জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারনা করছে।
রিয়াজুল ইসলাম বলেন, আমার মেয়ে অন্যান্যদের চেয়ে লেখাপড়ায় ভালো। এছাড়া সে দীর্ঘদিন থেকে মাথার যন্ত্রনায় ভূগছিল। এ যন্ত্রনা সহ্য করতে না পেরে আমাদের অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, এব্যাপারে মেয়ের বাবা বাদি হয়ে একটি ইউডি মামলা করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০