বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপদ্রুপ সৃষ্টির অপরাধে মাদকাসক্ত সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাঘা মাজার এলাকায় মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা সদর থানার বলরামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জনি (২২), লাইব্রেরী বাজার এলাকার ইব্রাহিম আলীর ছেলে নাইমুর নাহিদ (২১), একই এলাকার মাহফুজার রহমানের ছেলে শাহরিয়ার তানভির (২২), গোপালপুর এলাকার জাকের হোসেনের ছেলে আমিনুল হক (২৪), রামচন্দ্রপুর গ্রামের কামাল খন্দকারের ছেলে শুভন খন্দকার (২৩), চক ছাতিয়ানী গ্রামের আজাদ হোসেনের ছেলে সামিম হোসেন (২২), এবং কালাচাঁদ পাড়া গ্রামের রইস উদ্দীনের ছেলে নাজমুল শাকিব (২২)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, মঙ্গলবার রাতে বাঘা মাজার এলাকায় মাদক সেবনরত অবস্থায় গণউপদ্রুপ সৃষ্টি করা কালিন সময়ে ওই সাত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০