রাজশাহী বাঘায় কেজি দরে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খুচরা কিংবা পাইকারি বাজারে কেজি দরে তরমুজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ বৃহসপতিবার সকালে উপজেলা বাজার মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মাঠ থেকে শতকরা হিসেবে (পিচে) কিনে বাজারে ওজনে বিক্রি করছেন। বাজার নিয়ন্ত্রণের সুযোগ থাকা সত্বেও ব্যবসায়ীরা ইচ্ছে করেই নিয়ন্ত্রণ করেননি বা করছেননা। যার কারণে ওই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার নতুন প্রভাতে,‘সড়কের ধারে তরমুজের বাজার’শীর্ষক শিরোনামে খবর প্রকাশিত হয়। খবরের ভেতরে মাঠে শতকরা হিসেবে, পিচে (শতকরা) কিনে ওজনে
বেশি দামে তরমুজ বিক্রি করে মুনাফা লুফে নিচ্ছে ব্যবসায়ীরা। বাজারে এবার তরমুজের দাম বেশি হওয়ায় তা সাধারণ অনেক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে । ইচ্ছা থাকলেও মৌসুমি ফল না কিনেই হতাশ মনে ফিরছেন তারা। ক্রেতাদের অনেকের দাবি ছিল, ওজনে নয়, পিচে তরমুজ বিক্রির। স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে এনে, বাজার নিয়ন্ত্রনে উপজেলা বাজার মনিটরিং কমিটির সভায় কেজি দরে তরমুজ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদেও চেয়ারম্যান
এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু,সহকারি কমিশনার(ভ’মি) কামাল হোসেন,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার হুমাইরা জেরিন, অধ্যক্ষ নছিম উদ্দীন, সাব ইন্সপক্টের মামুন হোসেনসহ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০