বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ভিজিএফ’র ১০ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় চা’ল রয়েছে পঞ্চাশ কেজি করে। শনিবার (১৮-৮-১৮) সন্ধ্যার পরে উপজেলার সরেরহাট গ্রামের মৃত মসলেম সরদারের ছেলে লালনের বাড়ি থেকে ওই চা’ল উদ্ধার করেন সহকারি কমিশনার (ভূমি) ইমরুল কায়েস। এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি সহকারি কমিশনার (ভূমি) ইমরুল কায়েস। অভিযুক্ত লালন, গড়গড়ি ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সেক্রেটারি আরব মাষ্টারে সহোদর ভাই বলে জানা গেছে।
গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গত বৃহসপতিবার ১৯ মেঃটন চা’ল বিতরন করেছেন। কার্ড সংখ্যা ছিল ৯’শ ৯০ টি। প্রতি কার্ডের বিপরিতে ২০ কেজি করে চা’ল দেওয়া হয়েছে। কমিটিতে ছিলেন,ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এমপির মনোনীত প্রতিনিধি ছিলেন ৯জন। এর মধ্যে একজন ছিলেন আরব আলী মাষ্টার। ট্যাগ অফিসার ছিলেন মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০