বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আত্মীয়র জানাযায় যাওয়ার পথে ইটবাহি ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন সরদার নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার সহোদর ভাই মুক্তার হোসেন সরদার । তারা উপজেলা দিঘা নওদাপাড়া গ্রামের মৃত আনার আলীর ছেলে বলে জানা গেছে।
বাড়ি থেকে তারা দুই ভাই একই মোটরসাইকেলে উপজেলার আড়ানি কুশাবাড়িয়া গ্রামে বোনের চাচা শশুরের জানাযায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন । মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার আড়ানী পৌরসভার সাহাপুর গ্রামের কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আড়ানী পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম ও তার নিকট আত্নীয় উদ্রিশ আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মাজদার রহমানকে মৃত ঘোষনা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। ছোট ভাই মুক্তার হোসেন সরদারের অবস্থা আশংকাজনক বলে জানান তারা।
বিষয়টি জানেন না বলে জানান, বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০