নিজস্ব প্রতিবেদক : বাঘায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপহরণকারী সবুজ আলী (২২)। গত শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়া এলাকা থেকে অপহরণকারী সবুজ আলীকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণকারী সবুজ কেশবপুর ময়েনের মোড় এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। অপহৃত স্কুলছাত্রী উপজেলার আলাইপুর মহাজনপাড়া গ্রামের আমিনুল হক মোল্লার মেয়ে ও কেশবপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। শনিবার সকালে অপহৃত ছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের
ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আশরাফ আলি জানান, চলতি বছরের গত ৮ মার্চ সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে পাকুড়িয়া ইউনিয়নের ময়েনের মোড় থেকে জিন্দার আলীর ছেলে সবুজ আলীসহ ৪ জন পথরোধ করে একটি মাইক্রোতে করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে বাঘা থানায় সবুজ আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০