রাজশাহী (বাঘা) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় মা ইলিশ রক্ষার্থে ২৬ কিলোমিটার নদী এলাকায় বিশেষ অভিযানে চালিয়ে দুই সপ্তাহে ১৯ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৯৯ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৩ কেজি ইলিশ এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে। ৭ অক্টোবর থেকে গতকাল রোববার (২১ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বাঘা থানার পুলিশ, আলাইপুর ও মীরগঞ্জ, বিজিবি পৃথকভাবে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
দুই সপ্তাহের অভিযানে ১৯ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৯৯ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৩ কেজি ইলিশ এবং দুটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের মূল্য প্রায় ৬০ হাজার টাকা। নৌকা দুটির দাম এক লক্ষ টাকা। এছাড়া ১০ জন অসাধু জেলের ১৯ হাজার টাকা পাঁচটি মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস। তবে জালগুলো উপজেলার মীরগঞ্জ, আলাইপুর বিজিবি ক্যাম্প, গোকুলপর, আলাইপুর ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরীব দুখীদের মধ্যে বিতরণ করে দেয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ৭ অক্টোবর থেকে গতকাল রোববার পর্যন্ত দুই সপ্তাহে দিন ব্যাপি পদ্মা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল, ১২৩ কেজি ইলিশ, দুটি নৌকা জব্দ করা হয়েছে। তারপরও কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধ অমান্য করে মাছ ধরছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, এই অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০