বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা মা ইলিশ রক্ষার্থে ২৬ কিলোমিটার নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ দিনে ২২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের এক লক্ষ ১৪ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭০ কেজি ইলিশ এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া সাতটি মোবাইল কোটের মাধ্যমে ১৩ জন অসাধু জেলের ৩২ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ৭ অক্টোবর থেকে গতকাল রোববার (২৮ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ছলিমউল্লা, বাঘা থানার পুলিশ, আলাইপুর ও মীরগঞ্জ, বিজিবি পৃথকভাবে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
৭টি মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস। তবে জালগুলো উপজেলার মীরগঞ্জ, আলাইপুর বিজিবি ক্যাম্প, গোকুলপর, আলাইপুর ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরীব দুখীদের মধ্যে বিতরণ করে দেয়া হয়। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ৭ অক্টোবর থেকে গতকাল রোববার পর্যন্ত ২২ দিন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৮৫ হাজার টাকার মূল্যে ১৭০ কেজি ইলিশ গরীবদের মাঝে বিতরণ ও জালগুলো জনস্মুখে পুড়িয়ে দেয়া হয়।। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, এই অভিযানে সাতটি মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। তবে সোমবার থেকে জেলেরা পদ্মার জাল নিয়ে মাছ শিকার করতে আর কোন বাধা নেই।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০