বাঘা (রাজশাহী) প্রতিনিধি:পদ্মা নদীতে টিনের তৈরী ডুঙ্গা নৌকা ডুবে বারিক খাঁ (৫০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকেল ৫টার দিকে পদ্মা নদী পারাপারের সময় চকরাজাপুর এলাকায় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। গতকাল বুধবার বেলা সাড়ে ৫টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ বারিক খাঁ রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরঞ্চল চকরাজাপুর চরের মৃত ওয়াহেদ খাঁর ছেলে।
জানা যায়, পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বারিক খাঁ’র বসত ভিটা। ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িঘর ভেড়ে ডুঙ্গা নৌকাতে করে আসবাবপত্র অন্যত্রে নিয়ে যাচ্ছিল। এ সময় ডুঙ্গা নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এ সময় নৌকায় তার সাথে ছিল প্রতিবেশি কামরুল শেখ। সে সাঁতরে কিনারে উঠলেও বারিক খাঁ ডুবে নিখোঁজ রয়েছে।
চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম পদ্মায় ডুঙ্গা নৌকা ডুবিতে বারকি খাঁ নামের এক কৃষক নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ডুঙ্গা নৌকা ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে শুনেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ডুবুরিরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০