বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রাথমিক ও ইবতেদায়ী বিভাগে ৯টি, মাধ্যমিক বিভাগে ৯টি এবং কলেজ বিভাগে ২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী মোল্লার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুর রহমান, শিক্ষা অফিসার এ বি এম সানোয়ার হোসেন, নির্বাচন অফিসার মুজিবুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রমুখ। প্রতিযোগিতায় প্রাথমিক ও ইবতেদায়ী বিভাগে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও তৃতীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয, দ্বিতীয় গড়গড়ি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ৩টি গ্রুপে প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজে মধ্যে বাছাইকৃত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেন ।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০