রাজশাহী বাঘায় হেরোইন ও দেশীয় অস্ত্রসহ আশিক রানা (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে আড়ানি রেলস্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আশিক রানাকে ৬০০ গ্রাম হেরোইন ও ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
সে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আশিক রানার বসতঘর হতে হেরোইন ও দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল)সহ তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্র সমুহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে আসামী আশিক রানা।
পরে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত আশিক রানার বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০