রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (২১ মে) রাত ৩ টার দিকে উপজেলার মহদীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আব্দুল করিম চারঘাট উপজেলার মাড়িয়া শাহপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিকে রাজশাহীর র্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে রোববার রাত ৩ টার দিকে উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোছার ঈদগাহ সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাসি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
এসময় সে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, এ বিষয়ে র্যাব-৫ এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০