বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেসের রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আয়েশা সিদ্দিকা আশার বিরুদ্ধে। মঙ্গলবার এমন ঘটনায় ভুক্তভুগির স্বশুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শমশের আলী পরদিন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগ ও ভুক্তভুগীর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শমসের আলীর পুত্রবধু ভারতীয় নাগরিক ও আইনজীবী নিতু সকালে অসুস্থ্য হয়ে পড়লে নিকটস্থ বাগাতিপাড়া স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেসের চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত মেডিকেল এ্যাসিসটেন্ট পরিমল কুমার কুন্ডু প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা
নিয়ে বাড়ি ফিরে দুপুরে আবার গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে নিয়ে আসেন। দুপুরে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল এ্যাসিসটেন্ট মকুল কুমার শাহা কর্তব্যরত চিকিৎসককে মোবাইলে জরুরী বিভাগে গুরুত্বর রোগীর বিষয়ে জানালে ডাক্তার আয়েশা সিদ্দিকা আশা রোগীকে কোন প্রকার চিকিৎসা প্রদান না করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরনের পরামর্শ দেন এবং রোগীর সাথে দেখা করতেও অস্বীকৃতি জনান। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে গুরত্বর অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিতে বাধ্য হন রোগীর স্বজনরা। ডাঃ আয়েশা সিদ্দিকা জানান, তিনি দুপুর পর্যন্ত নিচে আউটডোরের রোগী দেখেন এবং
দুইটার পর উপরে রোগী দেখেন। পরে যখন আইনজীবী নিতু রানী সরকার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে দুপুরে আবার গুরুত্বর অবস্থায় হাসপাতালে আসলে কর্তব্যরত মেডিকেল এ্যাসিসটেন্ট পরিমল কুমার কুন্ডু আমাকে ফোন দেন। তখন আমি নিচে নেমে আসার আগেই রোগীকে তারা নিয়ে চলে যাই। এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম জানান, ডাঃ আয়েশা সিদ্দিকার বিষয়ে জেনেছেন তিনি দোতলা থেকে নিচে না নেমে রোগীকে না দেখে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান। এ বিষয়ে তাকে প্রথমবারের মত সতর্ক করা হয়েছে। আগামীতে এ ধরনের কোন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০