বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং যুগান্তর পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি প্রভাষক মঞ্জুরুল আলম মাসুমের বাবা আজিজুল হক আর নেই। আজিজুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শোক প্রকাশ করেছে।
গত বুধবার (১৬ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে তিনি মারা যান (ইন্নালিল্লাহি --- রাজিউন)
মৃত্যুকালে আজিজুল হকের বয়স হয়েছিল ৬৫ বছর। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার জানাজার নামাজ ওই দিন রাত নয়টায় চকরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
আজিজুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালম, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, আড়ানি পৌরসভার মেয়র মুক্তার হোসেন, রাজশাহী সুগার মিলের এমডি আশফাপুর রহমান, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগাতিপাড়া শাখার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০