বাগাতিপাড়া প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ২৫ শে মার্চ গনহত্যা দিবস উদযাপন করেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা বড়াল সভা কক্ষে আলোক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার মুর্খাজি প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তি যোদ্ধা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। দিবসটি উদযাপন উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গনহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য প্রদর্শনেরও আয়োজন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০