বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মিড ডে’ মিল চালু করণের লক্ষ্যে জিগরী প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন ক্ষুদে শিক্ষার্থীরা পেল টিফিন বাটি। মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের ব্যাক্তি উদ্যোগে এসব বিতরন করা হয়। টিফিন পিরিয়ডে বাড়ি গিয়ে আর ফিরেনা প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।
এ কারনেই স্কুলমূখী রাখতে এবং দুপুরের খাবার চালু করার লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে টিফিন বাটি বিতরন করা হয়।এছাড়াও স্কুল চত্ত্বরের গাছের গোড়া পাকা করনেরও উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার স্কুল চত্ত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, শিক্ষা কর্মকর্র্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, আওয়ামীলীগ নেতা ওসমান গণি, ব্যবসায়ী শাহ আলম, আকরাম হোসেন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০