বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় ২১ দফা বাস্তবায়ন এবং ৩ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে ওয়ার্কার্স পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় থানা ওয়ার্কার্স পার্টির উদ্দোগে বাঁশবাড়ীয়া ডিগ্রী কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাগাতিপাড়া থানা শাখার সম্পাদক আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য সুকুমার সরকার, নাটোরে জেলা যুবমৈত্রীর সভাপতি মাহাবুব আলম,সম্পাদক বিশ্বনাথ কুমার, জাতীয় কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল হাদী, লালপুর উপজেলা যুবমৈত্রীর সভাপতি আঃ সামাদ প্রমূখ।
শুরুতে শহীদ কমরেড ছালাম ও কমরেড জাহীদ মাষ্টারের স্বরনে একমিনিট নিরবতাপালন এবং রাজশাহী বেতারের কন্ঠ শিল্পি আঃ আওয়ালের পরিবেশনায় গনসংগীত পরিবেশিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০