বাগাতিপাড়া প্রতিনিধি, নাটোরের বাগাতিপাড়ায় ১০ দফা দাবিতে জাতীয় কৃষক সমিতি ও আখচাষী সমিতির পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তমালতলা বাজার চৌরাস্থার মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। নাটোর চিনিকল আখচাষী সমিতির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল চিনিকল আখচাষী সমিতির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হাদী, সদস্য বেলাল হোসেন, বাংলাদেশ যুবমৈত্রীর লালপুর উপজেলা শাখার সভাপতি আঃ সামাদ প্রমূখ। পথসভায় বক্তরা আগামী ১৫ জানুয়ারী মালঞ্চি রেল স্ট্রেশন সংস্কার ও যাত্রীদের জন্য আন্ত নগর ট্রেন থামানোর ব্যাবস্থাসহ বড়াল নদী রক্ষার দাবিতে মানব বন্ধনে সকলকে উপস্থিতি হওয়ার আহব্বান জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০