বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে গালিমপুর দুর্গা মন্দির চত্বরে এ কমিটি গঠন সম্পন্ন করা হয়।
এসময় সুখেন্দ্র কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর বাগাতিপাড়া শাখার সভাপতি দীপক কুমার কন্ডু (বাবলু)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক আনন্দ কুমার দাস,ধিরেন বিশ্বাস, লক্ষন প্রসাদ সরকার প্রমূখ। সভায় ১নং পাঁকা ইউনিয়নে বিরেশ্বর রায়কে সভাপতি ও অংকিত সরকারকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ একটি পৃর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। অপর দিকে একই দিন সকালে উপজেলার ২নং জামনগর ইউনিয়নে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য প্রদীপ চৌধরীর সভাপতিত্বে মিলন ভৌমিক কে সভাপতি ও জগন্নাথ পালকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ আরেকটি কমিটি গঠন সম্পন্ন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০