বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ, উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বড়াল সভা কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ছাড়াও স্থানীয় পর্যায়ে বাগাতিপাড়ার বিভিন্ন উন্নয়ন চিত্র এবং সরকারের বিভিন্ন সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান , প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক রেজাউন্নবী রেনু, এস এম রনো, রাজিবুল ইসলাম, মজিবর রহমান, আফরোজ্জামান নিপুন, আঃ আওয়াল প্রমুখ। এতে প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০