বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ও লালপুর সীমান্তবর্তী এলাকা ধুপইলে লেগুনা-মোটরসাইকেল দূর্ঘটনায় দুই র্যাব ও অবসর প্রাপ্ত সেনাসদস্য সহ ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দয়ারামপুর সিএমএস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বনপাড়া থেকে ১৬ জন যাত্রীসহ লেগুনাটি বাগাতিপাড়ার দয়ারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ধুপইল এলাকায় পৌছলে লেগুনার চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লেগুনাটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। একই সময় বিপরীত
দিক থেকে একটি মোটরসাইকেলযোগে সিভিলে দুই র্যাব সদস্য ওই পথে যাচ্ছিলেন। লেগুনার নিয়ন্ত্রণ হারানো দেখে মোটরসাইকেল চালকও নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়কের অপর পাশে আরেকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনা
ওমোটরসাইকেলের চালকসহ সবাই আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ১৮ জনকে দয়ারামপুর সিএমএস হাসপাতালে নেয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা
জানা যায়নি এবং নিহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০