বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আঃ রহমান (২৮) নামের এক যুবককে হাতুড়ি পেটা করেছে ওই মাদক ব্যবসায়িরা। আহত আঃ রহমান উপজেলার মাড়িয়া নেংটিপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে ।
আহত,স্থানিয় ও থানা সূত্রে জানা যায় উপজেলার মাদক সম্রাট নামে ক্ষাত ফারুক ওরফে বাসু ফারুক এবং মাসুদ এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা নির্বিঘ্নে পরিচালনা করে আসছে। সূত্রমতে তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে । ফলে এলাকার পরিবেশ নষ্ট করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ওই মাদক ব্যবসায়িরা। তারি প্রতিবাদ করে আঃ রহমান নামের ওই যুবক। তারি জের ধরে বুধবার দুপুরে নেংটিপাড়া এলাকায় রাস্তার উপর ফারুক ওরফে বাসু ফারুক এবং মাসুদসহ পাঁচ ছয় জন ব্যাক্তি আঃ রহমানকে বেধড়ক হাতুড়ি পেটা করেছে এমন অভিযোগ আহতের। পরে আহতকে বাগাতিপাড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় আঃ রহমানের মাথায় এবং বামহাত সহ শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এসংবাদ লিখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন আহতর ব্যাপারে অভিযোগ এখনো হাতে পায়নি অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০