বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ড্রাভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস না থাকায় ১১ জন গাড়ি চালককে ট্রাফিক আইনে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে বিহারকোল বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু এক অভিযান চলিয়ে এদন্ডাদেশ দেন।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, ড্রাভিং লাইসেন্স না থাকায় ৯ জনকে ৫শত টাকা করে সাড়ে চার হাজার টাকা এবং ফিটনেস না থাকায় দুইটি মিনি ট্রাক মালিককে সাড়ে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু বলেন এমন অভিযান অব্যাহত থাকবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০